প্রকাশিত আইপিএল-এর দ্বিতীয় দফার সূচি, কোথায় ফাইনাল?

0
3

অপেক্ষার অবসান। প্রকাশিত আইপিএল-এর দ্বিতীয় পর্বের সূচি। প্রথম দফায় ৭ এপ্রিল পর্যন্ত সূচি ঘোষণা করেছিলো আইপিএল কতৃপক্ষ। আর এদিন দ্বিতীয় দফার পুরো সূচিই জানিয়ে দেওয়া হল। ৮ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় পর্বের আইপিএল। দেশের বাইরে নয়, লোকসভা নির্বাচনের সময়ে দেশেই পুরো আইপিএল আয়োজন করা হচ্ছে বলে জানানো হল।

আইপিএলের ফাইনাল হবে ২৬ মে, চেন্নাইয়ে। এছাড়া, কোয়ালিফায়ার ১ (২১ মে) এবং এলিমিনেটর (২২ মে) হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কোয়ালিফায়ার ২ (২৪ মে) হবে চেন্নাইয়ে। প্রথম পর্বে ২১টি ম্যাচের সূচি আয়োজন করা হয়েছিল। ৮ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় পর্বের খেলা। প্রথমবারের মতো দ্বিতীয় পর্বও শুরু হচ্ছে চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে।

আইপিএলের প্রথম দফার সূচি ঘোষণা হওয়ার সময় জানানো হয়েছিল লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা হওয়ার পরই আইপিএল-এর দ্বিতীয় দফার সূচই ঘোষ্ণা করা হবে। আর এদিন তেমনটাই করা হল।

আরও পড়ুন- রং-এর উৎসবে মাতলেন শ্রেয়সরা, ছবি পোস্ট কেকেআরের