দেশবাসীকে হোলির শুভেচ্ছা রাষ্ট্রপতির, রঙিন দোলের বার্তা রাজ্যপালের

0
3

নির্বাচনের আবহেই দোল উৎসব। দেশজুড়ে হোলির আনন্দে মাতোয়ারা মানুষ। দোলের সকাল থেকেই দেশের রাজনৈতিক নেতৃত্বরাও মেতে উঠেছেন রঙের আনন্দে। সেই সঙ্গে চলছে শুভেচ্ছা বিনিময়ও। দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সোশ্যাল মিডিয়ায় হিন্দিতেই তিনি সুখ ও উৎসাহের সঙ্গে হোলি উৎসবে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভকামনা জানিয়েছেন। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত প্রতীক সৌহার্দ্যের এই উৎসব। তাঁর আশা রঙের এই উৎসব দেশবাসীর মধ্যে প্রেম ও ভ্রাতৃত্বের ভাবনা আরও মজবুত করবে এবং সবার জীবনে সুখ সমৃদ্ধির সঞ্চার করবে।

অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসও রাজ্যের মানুষকে রঙিন হোলি ও দোলযাত্রার শুভেচ্ছা জানাচ্ছেন। সেই সঙ্গে প্রাণবন্ত এই রঙ আমাদের জীবনকেও আনন্দ ও খুশিতে ভরিয়ে তুলুক।