নির্বাচনের আবহেই দোল উৎসব। দেশজুড়ে হোলির আনন্দে মাতোয়ারা মানুষ। দোলের সকাল থেকেই দেশের রাজনৈতিক নেতৃত্বরাও মেতে উঠেছেন রঙের আনন্দে। সেই সঙ্গে চলছে শুভেচ্ছা বিনিময়ও। দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
সোশ্যাল মিডিয়ায় হিন্দিতেই তিনি সুখ ও উৎসাহের সঙ্গে হোলি উৎসবে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভকামনা জানিয়েছেন। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত প্রতীক সৌহার্দ্যের এই উৎসব। তাঁর আশা রঙের এই উৎসব দেশবাসীর মধ্যে প্রেম ও ভ্রাতৃত্বের ভাবনা আরও মজবুত করবে এবং সবার জীবনে সুখ সমৃদ্ধির সঞ্চার করবে।
सभी देशवासियों को उमंग और उत्साह के पर्व होली की हार्दिक शुभकामनाएं। समरसता और सद्भाव का यह त्योहार भारत की अमूल्य सांस्कृतिक विरासत का जीवंत प्रतीक है । मेरी मंगल कामना है कि रंगों का यह उत्सव देशवासियों में प्रेम और भाईचारे की भावना को और अधिक मजबूत करे तथा सबके जीवन में…
— President of India (@rashtrapatibhvn) March 25, 2024
অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসও রাজ্যের মানুষকে রঙিন হোলি ও দোলযাত্রার শুভেচ্ছা জানাচ্ছেন। সেই সঙ্গে প্রাণবন্ত এই রঙ আমাদের জীবনকেও আনন্দ ও খুশিতে ভরিয়ে তুলুক।
Hon'ble Governor Dr. C. V. Ananda Bose wishes everyone a colourful Holi and Dol Purnima.
May the vibrant colours of Holi fill our lives with joy and happiness.
— Raj Bhavan Media Cell (@BengalGovernor) March 25, 2024