“প্রতিটি মানুষের জীবন রাঙিয়ে উঠুক”! রাজ্যবাসীকে দোলযাত্রার ‘শুভনন্দন’ মুখ্যমন্ত্রীর

0
3

সোমবার একদিকে যেমন কলকাতা-সহ বাংলায় পালিত হচ্ছে দোলযাত্রা (Dol Yatra), অন্যদিকে, দেশজুড়ে এদিন পালিত হচ্ছে হোলিও (Holi)। এদিন সকাল থেকেই রংয়ের উৎসবে মেতে উঠবে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্তের মানুষ। সোমবার রাজ্য তথা দেশবাসীকে দোলের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা পোস্ট করলেন তিনি।

এদিন মমতা লেখেন, সকলকে জানাই দোলযাত্রা ও হোলির আন্তরিক শুভনন্দন। শান্তি-সম্প্রীতি-ভালোবাসার রঙে বাংলার প্রতিটি মানুষের জীবন রাঙিয়ে উঠুক – এই প্রার্থনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দোল খুশির উৎসব, রঙের উৎসব। দোলের শুভেচ্ছাবার্তায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।