২৮ বছর পর দলিত প্রেসিডেন্ট পেল লাল দুর্গ জেএনইউ ছাত্র সংসদ

0
2

ফের লালদূর্গ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ব বিদ্যালয়। গতকাল, রবিবার ফলপ্রকাশের পর চার শূন্যতে এবিভিপিকে দুরমুশ করল বামেরা। যদিও গণনার শুরুতে কিছুক্ষনের জন্য এগিয়ে ছিল গেরুয়া ছাত্র সংগঠন। লালদুর্গ জেএনইউ ছাত্র সংসদে এবার সভাপতি নির্বাচিত হলেন ধনঞ্জয়। ১৯৯৬- এর পর ২০২৪, প্রায় ২৮ বছর পর দেশের সর্বশ্রেষ্ঠ এই বিশ্ব বিদ্যালয়ে কোনও দলিত ছাত্র সংসদের প্রেসিডেন্ট হলেন।

সহ সভাপতির পদে জয়ী বাঙালি ছাত্র শিলিগুড়ির অভিজিত ঘোষ। বাত্তি লালা বাইরার পর ধনঞ্জই দলিত ছাত্র যিনি প্রসিডেন্ট হলেন। গয়ার বাসিন্দা ধনঞ্জয় পেয়েছেন ২৫৯৮ ভোটে। হারিয়েছেন এবিভিপির প্রার্থী উমেশ সি আজমিরাকে। তিনি পেয়েছেন ১৬৭৬ ভোটে। সহ সভাপতি পদে জয়ী অভিজিত ঘোষ পেয়েছেন ২৮০৯ ভোট। তিনি হারিয়েছেন এবিভিপির দীপিকা শর্মাকে। সাধারণ সম্পাদ পদে বাম প্রার্থী প্রিয়ংশী আর্য পেয়েছেন ২৮৮৭ ভোট। অন্যদিকে, যুগ্ম সম্পদাক পদে জয়ী হয়েছেন মহম্মদ সাজিদ।

ছাত্র সংসদ নির্বাচনে ভোটে লড়াই করেছিল এবিভিপি, আইসা, এসএফআই, এআইএসএফ। এছাডা়ও লড়াইয়ে ছিল কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এবং সমাজবাদী ছাত্র সংগঠন এসসিএস।