হোলির (Holi) সকালে মহাকাল মন্দিরে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire)। সূত্রের খবর, উজ্জয়িনীর (Ujjain) এই মন্দিরের গর্ভগৃহে সোমবার সকালে চলছিল ভষ্ম আরতি। আচমকাই আগুন লেগে যায় সেখানে। ঘটনায় পুরোহিত সহ ১৩ জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। স্থানীয় সূত্রে খবর, হোলি উপলক্ষে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে সোমবার সকালে ভষ্ম আরতির বিশেষ আয়োজন করা হয়েছিল।

এদিন সকাল সকাল মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে একে অপরের গালে আবির লাগিয়ে রঙের উৎসবে মেতে ছিলেন সকলে। তার মাঝেই গর্ভগৃহে শুরু হয় ভষ্ম আরতি। সে সময়ই আচমকা গর্ভগৃহে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা ক্রমশই বাড়তে শুরু করে। গর্ভগৃহে উপস্থিত সকলেই প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করেন। মন্দির কর্তপক্ষ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত ১৩ জনের শরীরের অনেকটা করে অংশ আগুনে ঝলসে গিয়েছে। তাঁদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপাতত তাঁরা সকলেই চিকিৎসাধীন।

উজ্জয়িনীর মহাকাল মন্দিরের পুরোহিত আশিস শর্মা বলেন, মহাকাল মন্দিরে প্রতি বছরের মতো এবারও ঐতিহ্য মেনে হোলি পালন করা হচ্ছিল। ভস্ম আরতির সময় তাতে আবির ফেলা হয়। আর সেই আবিরের জন্যই গর্ভগৃহে আগুন ধরে এবং তা ছড়িয়ে পড়ে। মন্দিরের একাধিক পুরোহিত জখম হয়েছেন এই ঘটনায়। আমরা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করিয়েছি।








































































































































