তীব্র ভূমিকম্প পাপুয়া নিউ গিনিতে! মৃত ৫, হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত

0
1

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ওসেনিয়া অঞ্চলের দেশ পাপুয়া নিউ গিনি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৯। ভূমিকম্পে কমপক্ষে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। হাজারের বেশি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।

পাপুয়া নিউ গিনির বন্যা কবলিত উত্তরাঞ্চলে ভূমিকম্পের ঘটনাটি রবিবার ঘটলে সোমবার সরকারি তরফে এই খবর জানানো হয়েছে। পূর্বাঞ্চলীয় ইস্ট সেপিক প্রদেশের গভর্নর অ্যালান বার্ড জানান, এখনও পর্যন্ত ১ হাজার বাড়িঘর ধ্বংস হওয়ার খবর মিলেছে। ভূমিকম্পে প্রদেশের বেশিরভাগ এলাকা ক্ষতিগ্রস্ত। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন জরুরি ব্যবস্থাপনা কর্মীরা।