ফের দুর্ঘটনা মা ফ্লাইওভারে। ঘটনাস্থলেই মৃত্যু হল বাইক আরোহীর। জানা গিয়েছে, এদিন বেপরোয়া গতিতে বাইক চালিয়ে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি। এজেসি বোস রোড ফ্লাইওভার ও মা ফ্লাইওভারের সংযোগস্থলে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
প্রাথমিক তদন্তে অনুমান, ওই বাইক আরোহী মদ্যপ ছিলেন। মা ফ্লাইওভারে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পাঁচিলে ধাক্কা মারেন তিনি। এতটাই জোরে ধাক্কা লাগে যে, বাইক থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান!

খবর পেয়ে ঘটনাস্থলেই পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন- প্রকাশিত আইপিএল-এর দ্বিতীয় দফার সূচি, কোথায় ফাইনাল?


































































































































