নির্বাচনের আগে কেন্দ্রের একাধিক বঞ্চনায় সরব বিরোধীদলগুলি। সেই বঞেচনার সূত্রেই এবার নরেন্দ্র মোদিকে নতুন নাম দিলেন স্ট্যালিন-পুত্র উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। জানুয়ারিতেই খেলো ইন্ডিয়ার উদ্বোধন সূত্রে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে ঘটা করে সোশ্যাল মিডিয়ায় জানান দিলেও আদতে ডিএমকে (DMK) মন্ত্রী যে বিজেপি সরকারের বিরুদ্ধে সরবই আছেন তাও স্পষ্ট করে দিলেন উদয়নিধি।

কেন্দ্র সরকার রাজ্যগুলি থেকে জিএসটি (GST)-র টাকা আদায় করে নিয়ে গেলেও করের টাকার যে অনুপাত রাজ্যগুলিকে ফেরৎ দেওয়ার কথা তা দিচ্ছে না। এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই সরব ছিলেন। এবার তাঁরই পথে কেন্দ্রের টাকা না দেওয়ার অভিযোগে সরব তামিলনাড়ুর মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পুত্র উদয়নিধি। কেন্দ্রের টাকা দেওয়ার হিসাব তুলে ধরে তিনি দাবি করেন কেন্দ্র প্রতি ১ টাকায় ২৮ পয়সা ফেরৎ দিচ্ছে রাজ্যগুলিকে। অথচ বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই কর ফেরতের পরিমাণ কোথাও প্রায় দ্বিগুণ।

অবিজেপি শাসিত রাজ্যগুলির বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্ট্যালিন (MK Stalin)। এবার একধাপ এগিয়ে বঞ্চনায় অভিযুক্ত নরেন্দ্র মোদিকে নতুন নামে ভূষিত করলেন উদয়নিধি স্ট্যালিন। তিনি বলেন, “তাহলে আমরা ওনাকে এখন থেকে ‘২৮-পয়সার প্রধানমন্ত্রী’ বলব”।





































































































































