বসন্ত উৎসব জমজমাট জাদুঘর প্রাঙ্গণে

0
10

আর মাত্র ২৪ ঘণ্টা পর দোল বা হোলি। আর হোলি মানেই দূরের মানুষকে কাছে টেনে নেওয়ার দিন, আনন্দের সাথে খাওয়া দাওয়া, মজা আরো কত কি!পলাশের অপরূপ দৃশ্য জানান দেয় যে বসন্ত এসে গিয়েছে। বসন্ত মানেই আবির দিয়ে পছন্দের মানুষকে রাঙিয়ে দেওয়ার পালা। আর বন্ধুদের সঙ্গেও বাকি সময় মজা করে কাটানো।

ভারতীয় জাদুঘর এব্ং দীক্ষামনঞ্জরীর যৌথ উদ্যোগে বসন্ত উৎসব ২০২৪ অনুষ্ঠিত হলো জাদুঘর প্রাঙ্গণে। নৃত্য পরিচালনায় ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীত, বাংলা এবং হিন্দি লোকপ্রিয় গানে রঙের উৎসব উদযাপন করা হলো। দর্শকাশনে বিশিষ্ট অতিথিদের পাশাপাশি বিদেশি পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।