আইপিএল-এর প্রথম ম্যাচেই বোর্ডের কথা অমান্য করলেন রাহুল, কি করলেন লখনৌ’র অধিনায়ক?

0
3

ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা অমান্য করলেন লখনৌ সুপার জায়ান্টের অধিনায়ক কেএল রাহুল। রাহুলকে আইপিএল খেলার জন্য অনুমতি দিয়েছিল এনসি-এ। তবে সেখানে রাখা হয়েছিল একটি শর্ত। আর সেটি ছিলো শুরুর দিকের কয়েকটি ম্যাচে উইকেটরক্ষক হিসাবে খেলতে পারবেন না রাহুল। সেই শর্তেই তাঁকে আইপিএল খেলার অনুমতি দিয়েছিলো এনসিএ। কিন্তু প্রথম ম্যাচেই হাতে গ্লাভস তুলে নিলেন রাহুল। বোর্ডের শর্ত না মেনেই খেললেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

এদিন আইপিএল-এর প্রথম ম্যাচে খেলতে নেমেছিলো লখনৌ। প্রথম ম্যাচে লখনৌর সামনে ছিলো রাজস্থান রয়্যালস। সেই ম্যাচেই হাতে গ্লাভস তুলে নেন রাহুল। ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্ট খেলতে পারেননি রাহুল। তাঁর চোট ছিল। আইপিএলের আগে সুস্থ হয়ে উঠলেও বোর্ড জানিয়েছিল, রাহুল পুরোপুরি সুস্থ নন। তিনি ব্যাট করতে পারবেন কিন্তু উইকেটরক্ষক হিসাবে খেলতে পারবেন না।

এদিকে প্রথম ম্যাচে রাজস্থানের কাছে ২০ রানে হারল লখনৌ। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান করেন রাজস্থান। রাজস্থানের হয়ে ৮২ রানে অপরাজিত সঞ্জু স্যামসন। জবাবে ব্যাট করতে নেমে ১৭৩ রানে গুটিয়ে যায় লখনৌর ইনিংস।

আরও পড়ুন- ডার্বি জয় ইস্টবেঙ্গলের, মোহনবাগানকে হারালো ২-০ গোলে