মস্কোর হামলায় রাশিয়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন, জমি ছাড়তে নারাজ পুতিন

0
2

শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রকাস সিটি হলে (Crocus City Hall) জঙ্গি হামলার পর সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ছড়িয়ে পড়েছে হামলার মুহূর্তের। আইএস (ISIS) জঙ্গি সংগঠনও জঙ্গিদের ছবি প্রকাশ্যে এনেছে। গোটা বিশ্ব যখন নিরপরাধ সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যুর ছবি দেখে শিউরে উঠছে তখন রাজধানী শহরে জঙ্গি হামলা প্রশ্নের মুখে ফেলেছে রাশিয়ার সাধারণ মানুষের নিরাপত্তাকে। অন্যদিকে এই ঘটনার পরেও জঙ্গিদমনের থেকে ইউক্রেন যুদ্ধ জয়কেই যে বেশি প্রাধান্য দিচ্ছে পুতিন প্রশাসন, তা স্পষ্ট করেন সে দেশের রাষ্ট্রদূত (ambassador)।

বিশ্বের অন্যতম শক্তিশালী নিরাপত্তা বেষ্টনীতে মোড়া মস্কো (Moscow) শহর। মুহূর্তে কোনও জঙ্গি হামলাকে দমন করার ক্ষমতা রাখে ক্রকাস হল এলাকার আইডিয়া পুলিশ (idea police), যা কোনও অ্যাকশন মুভির থেকে কম না। তার পরেও সেখানে ঢুকে বিস্ফোরণ ঘটিয়ে, নির্বিচারে গুলি চালিয়ে পালিয়ে যেতে পারে জঙ্গিরা শুক্রবার। যদিও রাশিয়ার নিরাপত্তা বাহিনী ১১ জন সন্দেহভাজনকেই ধরে ফেলে, তবে ১৩৩টি প্রাণের বিনিময়ে। এই ঘটনার পরে পুতিন ঘনিষ্ঠ মন্ত্রিসভার সদস্য দাবি করেন ধৃত জঙ্গিদের জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ডের শাস্তির। যদিও বর্তমানে রাশিয়ায় মৃত্যুদণ্ড বন্ধ হয়ে গিয়েছে।

সাধারণ নাগরিকদের মৃত্যুর পরেও রাশিয়াকে নিজের পথ ও বিদেশনীতি থেকে সরিয়ে আনা যাবে না বলে দাবি আমেরিকায় রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভের (Anatoly Antonov)। ঘটনার পরে গোটা হামলার দায় ইউক্রেনের উপর চাপানোর চেষ্টা করলেও জঙ্গিদের তদন্তে নেমে প্রমাণিত হয় এই ঘটনায় ইউক্রেনের কোনও দায় নেই। তবে ধৃত জঙ্গিদের থেকে তাজিকিস্তানের (Tajikistan) নাগরিকত্বের প্রমাণ মিলেছে। আর এই প্রমাণ সামনে আসার পরই তাজিকিস্তানের রাষ্ট্রপতি এমোমলি রহমন এই হামলার নিন্দা করেন। রবিবারই তিনি পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি দাবি করেন জঙ্গিদের কোনও দেশের নাগরিকত্ব বা কোনও ধর্ম থাকে না।