লোকসভায় শাসকদলের প্রাপ্ত ভোট হবে ৫৮ থেকে ৬২ শতাংশ, কুণালের মন্তব্যে রীতিমতো শোরগোল

0
1

লোকসভা নির্বাচন নিয়ে সমস্ত দিকেই তুমুল ব্যস্ততা। বঙ্গে ভোট সমীকরণ নিয়ে নানা মুনির নানা মত। ইতিমধ্যেই বঙ্গ বিজেপিকে টার্গেট ধরিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। অবশ্য নরেন্দ্র মোদির কণ্ঠে শোনা গিয়েছিল অন্য সংখ্যা সমীকরণ। এবার উল্লেখযোগ্য মন্তব্য করতে শোনা গেল কুণাল ঘোষকে। তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

এবার ভোটপ্রাপ্তির শতকরা হারের হিসেব দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুণাল ঘোষের ভবিষ্যদ্বাণী, চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলার শাসকদলের প্রাপ্ত ভোট হতে চলেছে ৫৮ থেকে ৬২ শতাংশ। যেখানে বিজেপির ঝুলিতে আসতে চলেছে ৩০-৩২ শতাংশ ভোট। এর আগে কুণাল ঘোষ ভোটের ফলাফল সম্পর্কে আগাম আন্দাজ করে বলেছিলেন, তৃণমূল ৩৫টি আসন অবশ্যই পাবে আর বিজেপিকে বেঁধে রাখতে হবে চার আসনের মধ্যে।

তৃণমূল মুখপাত্র লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবার বাংলায় তৃণমূল কংগ্রেস ৩০ থেকে ৩৫ আসন পাবে, সংখ্যা বাড়তে পারে। ভোট শতাংশে গড়ে ৫৮ থেকে ৬২ শতাংশ ভোট তৃণমূলের। বিজেপির ভোট % কমবেশি ৩০ থেকে ৩২ শতাংশ। আসন পাঁচ থেকে ১১-র মধ্যে। বাম এবং কংগ্রেসের আসন ০। ২৪/০৩/২৪-এর পরিস্থিতি অনুযায়ী।’

আরও পড়ুন- মস্কোর হামলায় রাশিয়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন, জমি ছাড়তে নারাজ পুতিন