এপ্রিলের শুরুতেই রাজ্যে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

0
3

ভোট ঘোষণার আগে থেকেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী (Central Force Deployment) আসতে শুরু করেছে। ইতিমধ্যেই দেড়শ কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। যার জেরে শিকেয় উঠেছে পড়ুয়াদের স্কুল কলেজের পঠনপাঠন। এর মধ্যেই নয়া বিজ্ঞপ্তি, আগামী পয়লা এপ্রিল বাংলায় আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

মার্চ মাসের ৭ তারিখের মধ্যেই রাজ্যের দেড়শ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় তাদের মোতায়েন করার কাজ শুরু হয়েছে। এলাকায় এলাকায় শুরু হয়েছে রুট মার্চ। ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। তার আগে এপ্রিলের প্রথম দিনেই ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার অর্থ হলো ভোটের আগেই মোট ১৭৭ কোম্পানি সেন্ট্রাল ফোর্স বাংলায় মোতায়ন করছে নির্বাচন কমিশন (Election Commission of India)।