বারবার সম্পর্ক ভাঙার যন্ত্রণা কাটিয়ে উঠে এবার মনের মতো প্রেমিক খুঁজে পেয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। বিটাউনে কান পাতলে শোনা যাচ্ছে রাহুল মোদির (Rahul Modi) সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন শক্তি- কন্যা। দুই পরিবার নাকি সম্পর্ক মেনেও নিয়েছে। মুখে কিছু না বললেও সম্প্রতি আম্বানি পরিবারের অনুষ্ঠানে চর্চিত কাপলকে একসঙ্গে দেখা গেছে। ঘনিষ্ঠমহল বলছে রাহুল-শ্রদ্ধা (Rahul Shraddha) একে অন্যের সঙ্গে বেশ কমফোর্টেবল। তাহলে কি খুব শিগগিরই চার হাত এক হতে চলেছে?

প্রথমে ফারহান আখতারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া, তারপর ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে প্রেমের গুঞ্জন। বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের জীবন সিনেমার গল্পের থেকে কিছু কম রঙিন নয়। তবে শোনা যাচ্ছে এবার নাকি মনের মানুষকে খুঁজে পেয়েছেন নায়িকা। ঘনিষ্ঠ সূত্র বলছে শ্রদ্ধা ও রাহুল, একে অপরের সঙ্গে প্রেম নিয়ে নিশ্চিত, তাঁদের পরিবারও নাকি এই সম্পর্ককে মান্যতা দিয়েছে, তাঁদেরকে একসঙ্গে পছন্দও করছে। গত বছরই মুম্বইয়ের এক রেস্তোরাঁতে দুজনকে দেখা যায়। তখন থেকেই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে অনেকেই জানেন না যে রাহুল মোদির পরিচয় কী। আসলে শ্রদ্ধার নতুন প্রেমিক ‘তু ঝুটি ম্যায় মাক্কার’-এর চিত্রনাট্যকার। এছাড়াও ‘পেয়ার কা পঞ্চনামা ২’, ’সোনু কে টিটু কি সুইটি’ সহ বলিউডের বেশকিছু ছবির চিত্রনাট্য লিখেছেন রাহুল। TJMM ছবির শুটিং চলাকালীন শ্রদ্ধার সঙ্গে তাঁর আলাপ হয়। তারপর থেকেই চলছে চুটিয়ে প্রেম। সেলিব্রেটি কাপল কবে সম্পর্ককে সিলমোহর দেন এখন সেটাই জানার অপেক্ষা।







































































































































