CAA আতঙ্কে মৃত যুবক, পরিবারের পাশে তৃণমূল সাংসদ

0
3

CAA ও NRC চালু হলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে কিংবা দেশ ছেড়ে চলে যেতে হবে, এই আতঙ্কে আত্মহত্যা করেছেন নেতাজীনগরের ৩৭ বছরের তরতাজা যুবক দেবাশিস সেনগুপ্ত। পরিবারের লোকজন সরাসরি অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকারের এই দানবিক কালা আইনের বিরুদ্ধে। সেই পরিবারের সদস্যদের কাছে সমবেদনা জানালেন সাংসদ এবং মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর। সঙ্গে ছিলেন পৌরপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী।

যুবকের মৃত্যুর পর সর্বোতভাবে তাঁর বৃদ্ধ বাবার পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেতৃত্ব। এমনকি মৃতদেহ বাড়িতে ফেরার পর শোকস্তব্ধ পরিবারের পাশেও দাঁড়িয়েছিলেন তাঁরা। কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির কারণে ৩৭ বছরের যুবকের মৃত্যু সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে এই আইন নিয়ে। বাংলার মুখ্যমন্ত্রী কারো নাগরিকত্ব কাড়তে না দেওয়ার আশ্বাস দিয়েছেন। তৃণমূল নেতা কর্মীরাও যে কোনও পরিস্থিতিতে রাজ্য সরকারের পাশে থাকার বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন।