মস্কো হামলায় মৃত বেড়ে ১৫০; বড় ঘোষণা পুতিনের

0
3

ক্রকাস সিটি হলে জমায়েত কয়েক হাজার মানুষের ওপর নির্বিচারে গুলি চালানোর দৃশ্য মনে করিয়ে দেয় মুম্বাই শহর জুড়ে ২০০৮ সালে ঘটে যাওয়া জঙ্গি হামলাকে। শুক্রবার রাতের হামলার ঘটনায় এপর্যন্ত মৃতের সংখ্যা সরকারি সূত্রে ১৩৩, বেসরকারি সূত্রে সেই সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। হাসপাতালে ভর্তি প্রায় ২০০ মানুষ। এখনও ভেঙে পড়া সিটি হল সরিয়ে সন্ধান চালানো হচ্ছে সেখানে কেউ আটকে রয়েছেন কি না। ইতিমধ্যেই রাশিয়ার ষষ্ঠবার নির্বাচিত রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন রবিবার ২৪ মার্চকে জাতীয় শোকের দিন হিসাবে ঘোষণা করেছেন।

শুক্রবার রাতে মস্কোয় জঙ্গি হামলার পর গোটা দেশে এই হামলার প্রতিবাদে সরব হন সাধারণ মানুষ। রাশিয়ার নিরাপত্তা পরিষদের তৎপরতায় ঘটনায় সরাসরি অভিযুক্ত চার আইএস জঙ্গিকে আটক করে ফেলতে সক্ষম হয়। সর্বমোট ১১ জনকে গ্রেফতার করা হয়। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দাবি, “ধৃতরা সবাই হামলা চালিয়ে ইউক্রেনের দিকে পালাতে চেষ্টা করেছিল”। এই দাবির পর দ্বিতীয়বার ইউক্রেনের তরফে দাবি করা হয় তাঁরা এই হামলার সঙ্গে যুক্ত নয়। এই হামলাকে বর্বরোচিত দাবি পুতিনের।

রাশিয়ার মানুষ হামলার প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে ক্ষোভে ফুঁসতে থাকে জঙ্গিদের বিরুদ্ধে। অন্যদিকে আহত মানুষদের জন্য রক্তদানেরও হিড়িক দেখা যায় মস্কো শহরে।