বসন্ত জাগ্রত দ্বারে। বসন্ত উৎসবের মুহূর্তে নানান ভাবে উৎসবকে রাঙিয়ে তুলতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।
ভারতীয় জাদুঘর এবং দীক্ষামঞ্জরী এর যৌথ উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে ২৩ মার্চ জাদুঘর প্রাঙ্গণে, সন্ধ্যা ৬টায়। নৃত্য পরিচালনায় ডোনা গঙ্গোপাধ্যায়।
শ্রাস্ত্রীয় সঙ্গীত, বাংলা এবং হিন্দি লোকপ্রিয় গানে রঙের উৎসব উদযাপন করা হবে। চলছে তারই মহড়া।





































































































































