একযুগ পরে এল সাফল্য। টলিতারকা যিশু সেনগুপ্তের (Jishu U Sengupta)অধিনায়কত্বে সেলিব্রেটি ক্রিকেট লিগ (CCL Championship)জিতেছে বাংলা। সাফল্য উদযাপনে সামিল সব তারকারাই। এবার জয়ী ক্যাপ্টেন যিশুকে চায়ের আমন্ত্রণ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী (CM of Bengal)। সূত্রের খবর শনিবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হবে ‘বেঙ্গল টাইগার্স’ ক্যাপ্টেনের।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি থেকে CCL শুরু হয়েছিল। ঐতিহ্যবাহী স্থাপত্য ‘বুর্জ খলিফা’য় প্রথম বাঙালি হিসেবে দেখা গিয়েছিল যীশু সেনগুপ্তর মুখ। এই টুর্নামেন্টের ফাইনাল ছিল ১৭ মার্চ। দুবারের বিজয়ী দল ‘কর্ণাটক বুলডোজার’কে তিরুঅনন্তপুরমের ‘গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’-এ ১২ রানে হারিয়ে সেরার খেতাব যেতে যিশুর ‘বেঙ্গল টাইগার্স’ (bengal Tigers)। এরপর মাঠেই আবেগে চোখের জলে ভেসে যান অভিনেতা। বাংলা জুড়ে শুধুই শুভেচ্ছার বন্যা। টেলি থেকে টলি জগতের সব তারকারাই এই জয় নিয়ে বেশ খুশি। সিসিএলে বাংলার এই সাফল্যের পর এবার বিজয়ী অধিনায়ককে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।







































































































































