আজ থেকেই শুরু হচ্ছে আইপিএল ২০২৪ । প্রথম ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি বেঙ্গালুরু ।গত মরশুমে একটাই ম্যাচ হয় যেখানে জেতে সিএসকে। আর এই মরশুমে মহিলাদের আইপিএল জিতলেও এখনও বিরাট কোহলিদের হাতে ওঠেনি ট্রফি । এবার কি তবে ফ্যাফ ডু প্লেসির আরসিবির পালা? সেই উদ্দেশ্যেই অভিযান শুরু করবে বেঙ্গালুরু।

আইপিএল শুরুর একদিন আগে হঠাৎ অধিনায়কত্ব ছেড়েছেন এমএস ধোনি। সিএসকের নতুন অধিনায়ক হয়েছেন তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড় । ফলে নতুন অধিনায়কের হাত ধরে কেমন শুরু করে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা সেদিকে নজর থাকবে সকলের। দলে চোট-আঘাত জনিত কিছু সমস্যা থাকলেও সম্পর্ণ শক্তির দল নিয়েই আরসিবির বিরুদ্ধে নামবে চেন্নাই। ফলে ফের একটা হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
এই ম্যাচে কেমন থাকবে আবহওয়া ? জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় চেন্নাইতে আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির আশেপাশে। বরাবরের মতোই স্পোর্টিং উইকেট হবে। যদিও লো বাউন্স থাকবে। স্পিনাররা এই পিচে সবসময়ই বাড়তি সাহায্য পেয়ে থাকে। নতুন বলে সাহায্য থাকে পেসারদের জন্যও। ব্যাটারদের জন্যও চিপকের উইকেট বেশ ভাল।
আরও পড়ুন- সুনীলদের খেলায় হতাশ স্টিম্যাচ, ম্যাচ শেষে কী বললেন তিনি?







































































































































