ফের ধাক্কা ব্রাজিলীও ফুটবলে। ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রবিনহোর ৯ বছরের জেল। গতকাল নিজের বাড়ি থেকে গ্রেফতার হন রোবিনহোর। দু’বছর আগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। এবার সাজা ঘোষণা করা হল। ২০১৩ সালে ইতালিতে এক মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল। সেই ধর্ষণকাণ্ডে যুক্ত ছিলেন রোবিনহো।

এই নিয়ে ইতালির সরকার জানিয়েছে ব্রাজিলের জেলেই থাকবেন রোবিনহো। এতদিন গৃহবন্দি ছিলেন তিনি। এবার তাঁকে জেলে নিয়ে যাওয়া হবে। এমনকি ব্রাজিলের আদালতও সেই রায় দিয়েছে। ফলে জেলেই যেতে হবে রোবিনহোকে। জেলে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন করেছিলেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার। কিন্তু বৃহস্পতিবার তা নাকচ করে দেয় ব্রাজিলের আদালত। ২০১৩ সালে ইতালির ক্লাব এসি মিলানে ছিলেন রোবিনহো। সেই সময়ই ধর্ষণের ঘটনাটি ঘটে।
২০০২ সালে স্যান্টোসের হয়ে সিনিয়র ক্লাব ফুটবলে অভিষেক হয় ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোবিনহোর। ২০০৩ সালে ব্রাজিলের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। ২০১৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল খেলেছিলেন রোবিনহো। ক্লাব ফুটবলে স্যান্টসের হয়ে তিন বছর খেলার পর ২০০৫ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। ২০০৮ সাল পর্যন্ত ছিলেন সেই দলে। এরপর ম্যাঞ্চেস্টার সিটি, এসি মিলানের মতো দলেও খেলেন তিনি।
আরও পড়ুন-দিমিত্রিয়সকে না পেয়ে ফরাসি মিডফিল্ডারকে প্রস্তাব ইস্টবেঙ্গলের: সূত্র



 
 
 
 


































































































































