বিহারে নির্মীয়মাণ সেতু ভেঙে মৃত্যু, চাপা পড়েছেন কমপক্ষে ৪০ শ্রমিক

0
1

বিহারে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। শুক্রবার সকালে বিহারের সুপৌলে নির্মীয়মাণ সেতুটি ভেঙে পড়ায় চাপা পড়েছেন কর্মরত বহু শ্রমিক। ইতিমধ্যেই মারা গিয়েছেন এক শ্রমিক। চাপা পড়েছেন অন্তত ৪০ জন শ্রমিক। শুরু হয়েছে উদ্ধারকাজ। জানা গিয়েছে, বিহারের কোশী নদীর উপরে তৈরি ওই নির্মীয়মাণ সেতুটির বড় স্ল্যাব ভেঙে পড়ে। সেই সময়ে সেতুর নীচে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ মাথায় উপড়ে ভেঙে পড়ে স্ল্যাব। চাপা পড়ে যান শ্রমিকরা।আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এখনও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে জানা গিয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

স্থানীয়রা জানিয়েছেন,সেতুর ৫০ নম্বর পিলার, ৫১ নম্বর পিলার, এবং ৫২ নম্বর পিলারের গার্ডার ভেঙে পড়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে চাঙড়ের তলায় কমপক্ষে ৪০ জন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ যখন সেতুর একাংশ ভেঙে পড়ে, তখন ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত সে বিষয়ে কিছু জানানো হয়নি। তারই মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ। শুরু হয়েছে উদ্ধারকাজ। যাঁরা আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সুপৌল জেলাশাসক কৌশল কুমার জানিয়েছেন যে আপাতত একজনের মৃত্যুর খবর মিলেছে। কমপক্ষে নয়জন আহত হয়েছেন।