চাপ বাড়ল মোহনবাগান সুপার জায়ান্টের। জামশেদপুর এফসি-র ভুলে অমীমাংসিতভাবে শেষ হওয়া ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট পেল মুম্বই সিটি এফসি। তাতে কিছুটা হলেও চাপ বাড়ল মোহনবাগানের উপর। গত ৮ মার্চ আইএসএলে জামশেদপুর ও মুম্বইয়ের ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলে। কিন্তু সেই ম্যাচে নিয়মভঙ্গের অভিযোগ ওঠে খালিদ জামিলের জামশেদপুরের বিরুদ্ধে।

কী অভিযোগ? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, আইএসএলের ম্যাচ চলাকালীন ৭ জন ভারতীয় ফুটবলার মাঠে থাকা বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ, ওই ম্যাচে পুরো সময় ৭ জন ভারতীয় ফুটবলার মাঠে রাখেনি জামশেদপুর। ৮৭ মিনিটের পর মাঠে ছিলেন ৬ জন ভারতীয় ফুটবলার। সেসময় কোচ খালিদ একজন ভারতীয় ফুটবলারকে তুলে এক বিদেশিকে নামিয়ে দিয়েছিলেন। ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকে। মুম্বইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ফেডারেশন। শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে নিয়মভঙ্গের সুবিধা পেল মুম্বই। ড্র ম্যাচে এক পয়েন্টের পরিবর্তে পুরো তিন পয়েন্ট পেল তারা।
আর ফেডারেশনের এই সিদ্ধান্তে লিগ-শিল্ড জয়ের পথে চাপ বাড়ল মোহনবাগানের উপর। বাড়তি দু’পয়েন্টেই মোহনবাগানের থেকে এগিয়ে গেল মুম্বই। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। মোহনবাগান ৩৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে। তবে মুম্বইয়ের থেকে এক ম্যাচ কম খেলেছে আন্তোনিও হাবাসের দল। এখন গ্রুপ শীর্ষে থাকতে হলে বাকি সব ম্যাচেই জিততে হবে মোহনবাগানকে।
আরও পড়ুন- আইপিএল শুরুর আগেই চমক, নেতৃত্ব থেকে সরলেন ধোনি, CSK-এর নতুন অধিনায়ক ঋতুরাজ







































































































































