আগামিকাল থেকে শুরু হতে চলেছে ২০২৪ আইপিএল। এই প্রস্তুতিতে ব্যস্ত দশ দল। বলা ভালো চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। আর এরই মধ্যে মহম্মদ শামির বদলি ক্রিকেটার নিল গুজরাত টাইটান্স। চোটের কারণে গোটা আইপিএল-এ নেই মহম্মদ শামি। তবে এতদিন কোন বদলি ক্রিকেটার ঘোষণা করেনি গুজরাত। তবে আইপিএল শুরুর আগে দলে নেওয়া হল সন্দীপ ওয়ারিয়রকে।

এই নিয়ে আইপিএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “ অভিজ্ঞ ভারতীয় পেসার মহম্মদ শামির ডান গোড়ালিতে সফল অস্ত্রোপচার হয়েছে। আপাতত তিনি রিহ্যাব করছেন। তাঁর পরিবর্ত সন্দীপ ওয়ারিয়রকে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত আইপিএলে পাঁচটি ম্যাচ খেলেছেন। তিনি ৫০ লাখ টাকার বেস প্রাইসে গুজরাতে যোগ দিচ্ছেন।” ২০১৯ থেকে ২০২১-এর মধ্যে সন্দীপ পাঁচটি ম্যাচ খেলেছেন কলকাতার হয়ে। তার আগে বেঙ্গালুরু এবং মুম্বই দলে থাকলেও কোনও দলই তাঁকে খেলায়নি।
২০২৩ একদিনের বিশ্বকাপে চোট পেয়েছিলেন শামি। তারপর থেকে আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে পারেননি। লন্ডনে গিয়ে অস্ত্রোপচার করিয়ে কিছু দিন আগেই ফিরেছেন দেশে। আপাতত রিহ্যাব করার কথা। আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন।
আরও পড়ুন- আজ কী ঘটেছিল ?







































































































































