ক্রিকেট মাঠে চাঁদের হাট, IPL উদ্বোধনে এক মঞ্চে সোনু – রহমান!

0
2

আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ (IPL 2024)। উদ্বোধনী মঞ্চে একঝাঁক বলিউড তারকার উপস্থিতি এ বছরের অন্যতম আকর্ষণ। মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলির ম্যাচ (CSK vs RCB)দিয়ে শুরু হচ্ছে এ বারের IPL। খেলা শুরু রাত ৮ টায়, তবে তার ঘণ্টা দেড়েক আগেই উদ্বোধনী অনুষ্ঠান (IPL opening Ceremony) জমিয়ে দেবেন বলিউডের তারকারা। শোনা যাচ্ছে এক মঞ্চে উপস্থিত থাকবেন সোনু নিগম এবং এ আর রহমান (Sonu Nigam & A R Rahman)!

ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক নতুন কিছু নয়। বিশেষ করে আইপিএলের মতো প্রতিযোগিতায় বলিউড তারকাদের ঝাঁ চকচকে উপস্থিতি ক্রীড়া প্রেমীদের ভীষণ চেনা। এ বছরেও ব্যতিক্রম হচ্ছে না। জানা যাচ্ছে উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ। শুরুতে সংগীত এবং নৃত্যের অনুষ্ঠানের পাশাপাশি ইনিংস বিরতিতে ডিজে অ্যাক্সওয়েল ১৫ মিনিটের পারফরমেন্স উপহার দেবেন দর্শকদের। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে।