কী কাণ্ড করলেন মধ্যপ্রদেশের নির্দল প্রার্থী! জেলাশাসকের দফতরে চেক বা নোট নয় জামানতের পুরো ২৫ হাজার টাকাই নিয়ে গিয়েছিলেন খুচরো পয়সায়। জবলপুর থেকে এ বারের লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র তুলেছেন বিনয় চক্রবর্তী। বুধবার তিনি জেলাশাসকের দফতরে হাতে একাধিক ব্যাগ নিয়ে হাজির হয়েছিলেন। ব্যাগগুলির মধ্যে ছিল ২,৫ এবং ১০ টাকার কয়েন।

বিনয় যে ভোটে দাঁড়ানোর জন্য মনোনয়নপত্র তুলতে এসেছেন এত খুচরো পয়সা নিয়ে এই ধারণা করতে পারেননি জেলাশাসকের দফতরের কর্মীরা। প্রার্থী হওয়ার জন্য তিনি মনোনয়নপত্র তোলেন। জামানতের জন্য ২৫ হাজার টাকা চাওয়া হলে কয়েন ভর্তি ব্যাগগুলি দফতরের কর্মীদের হাতে তুলে দেন বিনয়। জেলাশাসকের দফতর থেকে এই টাকা গ্রহণ করে বিনয়কে রসিদও দেওয়া হয়েছে। বিনয় জানিয়েছেন, জেলাশাসকের দফতরে ডিজিটাল বা অনলাইন ব্যবস্থা না থাকায় জামানতের পুরো টাকা খুচরোয় মিটিয়েছেন।
আরও পড়ুন- বহরমপুরে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকালেন ইউসুফ! মোদিকে ফেললেন বাউন্ডারির বাইরে!







































































































































