আশা ছিল উত্তর মালদহে প্রার্থী হব: কী জানালেন অভিমানী মৌসম

0
2

তাঁর এলাকায় তাঁকে বাদ দিয়ে প্রার্থী করা হয়েছে সদ্য তৃণমূলের (TMC) যোগ দেওয়া অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। সেই কারণে অভিমানী গণি পরিবারের সদস্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির (Mousam Benazir Noor) নূর। তবে, তার জন্য দলবদলের কোনও সম্ভবনা সেই। দলের নির্দেশ মেনে তৃণমূলের প্রার্থীর হয়ে প্রচার করবেন বলে স্পষ্টা বার্তা দিলেন মৌসম। দীর্ঘদিন অন্তরালে থাকার কারণ শারীরিক অসুস্থতা বলেও জানান গণিখানের বোনঝি।

মালদহ উত্তর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল তাঁকে প্রার্থী করবে বলে আশা ছিল মৌসম বেনজির নূরের। বলেন, “আমি মালদহ উত্তরের ২ বারের সাংসদ ছিলাম, জেলা সভানেত্রীও ছিলাম। অবশ্যই আমার প্রত্যাশা ছিল। এর কারণ হল, গত বার আমি বিজেপির কাছে হেরে গিয়েছিলাম। একই পরিবার থেকে আমরা দু’জনে দাঁড়িয়েছিলাম, তাই ভোটটা ভাগাভাগি হয়ে গিয়েছিল। এ বার টিকিট পেলে জিতব বলে আমার ধারণা ছিল। একটা প্রত্যাশাও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য।“

কিন্তু দলীয় শৃঙ্খলা তিনি ভাঙবেন না। সাফ জানিয়ে দিলেন মৌসম। তাঁর কথায়, “নিজের প্রত্যাশা থাকলেও দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা মেনেছি এবং সেটা মেনেই চলব।“ একই কথা জানান, তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, দলের সিদ্ধান্ত মেনে মালদহ উত্তর ও দক্ষিণের প্রার্থীজের সমর্থনে প্রচার ও ভোটের কাজ করবেন বলে নিজেই জানিয়েছেন তৃণমূল রাজ্যসভার সাংসদ। মৌসমের সঙ্গে দলের কোনও দূরত্ব নেই বলে সাফ জানান চন্দ্রিমা।

তাঁর দলবদলের জল্পনাও উড়িয়ে দেন মৌসম। তাঁর কথায়, এটা একেবারেই ভুয়ো খবর। তৃণমূলের প্রচারে তাঁকে দেখতে না পাওয়ার কারণ হিসেবে মৌসম জানান, “আমি অসুস্থ ছিলাম। ভাইরাল ফিভার হয়েছিল। খুব দুর্বল হয়ে পড়েছিলাম। তাই কলকাতায় ছিলাম। একটা কাজে দিল্লিতেও যেতে হয়েছিল। এখন মালদহে ফিরে এসেছি। আমাদের প্রার্থীর জন্য, দলের জন্য অবশ্যই আমি নামব। আমি আশা করি, এ বার দুটো আসনই তৃণমূল পাবে।“

আরও পড়ুন- ভারতে কি সবাই সুখী! বিশ্বের সবথেকে সুখের দেশ কোনটি, জানেন?