বালিগঞ্জ সার্কুলার রোডে ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

0
1

বৃহস্পতিবারের বৃষ্টি ভেজা সকালে বালিগঞ্জে (Ballygunge) এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় এজেন্সির ৬ জন আধিকারিক। সঙ্গে রয়েছে সেন্ট্রাল ফোর্সের টিম। ঠিক কী কারণে তল্লাশি তো এখনও স্পষ্ট নয়। সকাল ৬ টা নাগাদ CGO কমপ্লেক্স থেকে ইডি (ED)আধিকারিকের দল সোজা ব্যবসায়ীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন বলে খবর।

অন্যদিকে বুধবারের পর আজ বৃহস্পতিবারেও এখনও স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান চলছে। রাতে আয়কর দফতরের একটি টিমকে কিছু নথিপত্র নিয়ে বাড়ি থেকে বের হতে দেখা যায়। আজ সকালে ফের তল্লাশি শুরু হয়েছে। স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়াও গতকাল তল্লাশি চলে বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি ঠিকানায়।