অসম থেকে গ্রে.ফতার ISIS -র দুই শীর্ষ নেতা!

0
1

জঙ্গি দমনে বড়সড় সাফল্য। অসম থেকে গ্রেফতার করা হয়েছে করা ISIS -র দুই শীর্ষ নেতাকে। অসম পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে নাশকতার পরিকল্পনায় ভারতে ঘাঁটি গেড়েছিল তারা। তাদের বুধবার গ্রেফতার করা হয়েছে। ধৃত হ্যারিস ফারুকি ও অনুরাগ সিং রেহান। হ্যারিস ফারুকি ভারতের ISIS প্রধান ছিলেন বলে খবর।

ধৃত ইসলামিক স্টেটের সক্রিয় সদস্য বলে জানা গিয়েছে। ঘটনার পরেই অসমজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অ্যালার্ট করা হয়েছে সমস্ত বাহিনীকে। পাশাপাশি STF এর সদর দফতরেও নিরাপত্তা বাড়ানো (Haris Farooqi Arrested) হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত, বৃষ্টি ভেজা রাতে শহরে এলেন আত্মবিশ্বাসী ইউসুফ