এবার সংবাদ প্রতিনিধিদেরও পোস্টাল ব্যালট, জেনে নিন নিয়ম

0
3

দীর্ঘদিনের দাবি মেনে এবার লোকসভা নির্বাচনে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও পোস্টাল ব্যালট (Postal Ballot) দেওয়ার অনুমতি দিল নির্বাচন কমিশন। অত্যাবশ্যক পরিষেবা প্রদানকারীদের পোস্টাল ব্যালট দেওয়ার অধিকারীদের সঙ্গে সংবাদ মাধ্যমের (News Media) প্রতিনিধিদের কেউ যুক্ত করা হয়েছে।

ভোটের দিন যে সব সাংবাদিক ডিউটিতে থাকবেন তাঁরা কীভাবে পোস্টাল ব্যালাটে ভোট দেবেন?

  • DEO/RO-এর অফিস থেকে ফর্ম 12D সংগ্রহ করতে হবে। DEO/RO-এর ওয়েবসাইট থেকেও ফর্ম ডাউনলোড করা যাবে
  • বিজ্ঞপ্তির ৫ দিনের মধ্যে নোডাল অফিসারের কাছ থেকে PC-এর RO-এর কাছে শংসাপত্র-সহ ফর্ম 12 D জমা দিতে হবে
  • পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দান ভোটের ৬ দিন আগে শুরু হয় এবং ভোটের দিন ৩ দিন আগে শেষ হয়
  • আবেদনকারীকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য RO দ্বারা নির্দেশিত ভোট কেন্দ্রে যেতে হবে।
  • একবার পোস্টাল ব্যালট RO দ্বারা অনুমোদিত হলে, ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোটার তাঁর ভোট দিতে পারবেন না।