লোকসভা ভোটের (Loksabha Election) মুখে বিজেপি (BJP) প্রার্থী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) প্ররোচনায় উত্তেজনা ছড়ালো দিনহাটায় (Dinhata)। আক্রান্ত দিনহাটার এসডিপিও ধীমান মিত্র ও দিনহাটা থানার দুই পুলিশ। এছাড়াও তৃণমূল কংগ্রেসের (TMC) প্রায় দশ জন কর্মী আহত হন বলে অভিযোগ। এমনকি নিজের কনভয় থেকে নেমে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের (Udayan Guha) দিকে নিশীথ প্রামাণিক তেড়েও যান। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত দিনহাটায় বুধবার ২৪ ঘণ্টা বনধের (Strike) ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)।

বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সকাল ছ’টা পর্যন্ত এই বনধ চলবে। এদিকে, রাত থেকে বৃষ্টি শুরু হলেও বুধবার সকাল থেকেই থমথমে দিনহাটা। সকাল থেকেই বন্ধ রয়েছে দোকানপাট। খুব প্রয়োজন না হলে স্থানীয়রা বাইরে বেরচ্ছেন না বলেই খবর। যানবাহনও একেবারে চলছে না বলেই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। বিজেপি প্রার্থী নিশীথের বিরুদ্ধে অভিযোগ, মঙ্গলবার রাতে দিনহাটার পাঁচমাথা মোড়ে বেশ কয়েক ঘন্টা থেকে তান্ডব চালায় বিজেপি কর্মীরা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের জন্মদিন ছিল মঙ্গলবার। পাঁচমাথা মোড়ে তৃণমূল কংগ্রেসের দিনহাটা পুরসভার পুরপিতার বাড়িতে চলছিল জন্মদিনের অনুষ্ঠান। সেই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কনভয়। তৃণমূল কংগ্রেসের দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের অভিযোগ, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক শান্ত এলাকাকে অশান্ত করতে এভাবে তান্ডব চালিয়েছে। তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। বিজেপির এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানিয়েই বুধবার পথে নেমেছে তৃণমূল। তবে নতুন করে পরিস্থিতি যাতে আর অশান্ত না হয় সেদিকে কড়া নজর রয়েছে দিনহাটা থানার পুলিশের।









































































































































