নির্বাচনী প্রক্রিয়া শুরু হতেই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গুণ্ডাগিরিতে অশান্ত কোচবিহারের দিনহাটা। মঙ্গলবারের ঘটনার পরই বুধবার ঘটনাস্থলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে আহতদের সঙ্গে কথা বলেন এবং সব রকম সহযোগিতার আশ্বাস দেন প্রশাসনের পক্ষ থেকে। রাজ্যপালকে শীতলকুচির বিজেপি বিধায়ক বরেণচন্দ্র বর্মণ ও দিনহাটা পুরসভার পুরপ্রধান গৌরিশঙ্কর মহেশ্বরীর সঙ্গে কথা বলেন।

বুধবার দুপুরে কলকাতা থেকে দিনহাটা পৌঁছান রাজ্যপাল। সেখানে উভয় পক্ষের আহতদের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি তাঁদের বাড়িতে যান। যাদের বাড়িতে চিকিৎসা চলছে তাঁদেরও সব রকমের সাহায্যের আশ্বাস দেন। তিনি বলেন, “কোনও ধরনের হিংসা বরদাস্ত করা হবে না। যা হয়েছে তা ঠিক হয়নি। যখন বলা হয়েছে হিংসা করা যাবে না, তখন হিংসা করা যাবে না। হিংসা প্রতিরোধে এই লড়াই জারি থাকবে। একসঙ্গে তা করতে হবে, এটাই এই প্রক্রিয়ার সাফল্য হবে”।



 
 
 
 


































































































































