দিনহাটায় জোর করে অশান্তি পাকাবার চেষ্টা বিজেপির। এদিন এসপি অফিস ঘেরাও করার নামে পুলিশের সঙ্গে বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়েন গেরুয়া কর্মী সমর্থকেরা। পুলিশের ব্যারিকেড ভেঙে তাঁরা এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি রণক্ষেত্র আকার নেয়। আজ দুপুরে ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। প্রশাসন গোটা পরিস্থিতি থেকে নজর রাখছে। তবে এর মাঝেই এদিন দুপুর দুটো নাগাদ সোশ্যাল মিডিয়ায় বনধ প্রত্যাহারের কথা জানিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তিনি জানান বনধ তৃণমূল সরকারের সংস্কৃতি নয়।

লোকসভা ভোটের মুখে নিশীথের ‘গুণ্ডাগিরিতে’ অশান্ত দিনহাটা! ঘটনার সূত্রপাত গতকাল রাত থেকে। আক্রান্ত দিনহাটার এসডিপিও ধীমান মিত্র ও দিনহাটা থানার দুই পুলিশ। এছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রায় দশ জন কর্মী আহত হন বলে অভিযোগ। এমনকি নিজের কনভয় থেকে নেমে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের দিকে নিশীথ প্রামাণিক তেড়েও যান বলে অভিযোগ। মঙ্গলবার রাতে দিনহাটার পাঁচমাথা মোড়ে বেশ কয়েক ঘন্টা থেকে তান্ডব চালায় বিজেপি কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত দিনহাটায় বুধবার ২৪ ঘণ্টা বনধের ডাক দেয় তৃণমূল কংগ্রেস। তবে চারটের পর বন্ধ তুলে নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। উদয়ন গুহ ফেসবুকে জানান এই বনধে সর্বাত্মক সাড়া মিলেছে। কিন্তু জনজীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই কথা মাথায় রেখেই প্রত্যাহারের সিদ্ধান্ত।



 
 
 
 

































































































































