ডায়মন্ড হারবারে ৪লক্ষের ব্যবধানে বিরোধীরা বান্ডিল: বসিরহাটেও একই টার্গেট অভিষেকের

0
1

নিজের কেন্দ্রে এখনও প্রচারে নামেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তবে বুধবার বসিরহাটে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভা থেকে নিজের কেন্দ্রে জয়ের ব্যবধানে বার্তা দিয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একইসঙ্গে টার্গেট বেঁধে দিলেন বসিরহাটের জন্যেও। অভিষেকের কথায়, ডায়মন্ড হারবার কেন্দ্রে এবার বিরোধীদের ৪লক্ষের ব্যবধানে বান্ডিল করবেন তিনি। বসিরহাটের (Basirhat) জন্য একই টার্গেট বেঁধে দেন তৃণমূল সাংসদ।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে পরপর দুবার জিতেছেন অভিষেক। এবারও তিনি সেখানেই প্রার্থী। তৃণমূল সাংসদের কথায় এবার ৪ লক্ষের বেশি ব্যবধানে জিতবেন তিনি। নিজের লোকসভা কেন্দ্রের প্রতি প্রথম থেকেই অত্যন্ত সতর্ক অভিষেক। আমফান, ইয়াসের মত প্রাকৃতিক বিপর্যয় হোক বা কোভিড অতিমারি সবসময়ই নিজের কেন্দ্রের মানুষের পাশে থেকেছেন সাংসদ অভিষেক। যেভাবে কোভিড মোকাবিলা করেছিলেন সেটা রীতিমতো ডায়মন্ডহারবার মডেল হয়ে উঠেছিল। তাঁর এলাকায় যাঁরা বার্ধক্য ভাতা পাচ্ছেন না, তাঁদের ভাতা দেওয়ার ব্যবস্থাও করেন অভিষেক। কাজের নিরিখেই এবার আরও বেশি ভোটে জিতবেন বলে আশাবাদী তৃণমূল (TMC) সাংসদ। একই সঙ্গে বসিরহাটেও ভোটারদের তৃণমূলের উন্নয়নমূলক কাজের নিরিখে ভোট দেওয়ার আবেদন জানান সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, তৃণমূলকে ভোট দিলে জনপ্রতিনিধিদের কাছে গিয়ে জবাবদিহি করতে পারবেন কাজ কেন হচ্ছে না। কিন্তু বিজেপি ভোট নিয়ে দিল্লি চলে যায় আর তাদের দেখা পাওয়া যায় না- তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।