চোট এখনও সারেননি। মাথায় ব্যান্ডেজ নিয়েই গিয়েছিলেন গার্ডেনরিচের বহুতল বিপর্যয়ে অকুস্থল পরিদর্শনে। মঙ্গলবার নবান্নেও (Nabanna) গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শারীরিক চোট-আঘাত তাঁকে কাজ থেকে আগেও সরাতে পারেনি, এখনও পারছে না।
বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন মমতা। এখনও পুরোপুরি সেরে ওঠেননি। সোমবার গার্ডেনরিচের বিপর্যয়ের ঘটনার পরে মাথায় ব্যান্ডেজ নিয়েই এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। এদিন গেলেন নবান্নে। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই পরীক্ষা করার পর মাথার সেলাই কাটা হতে পারে।
ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য পুলিশের ডিজি বদল হয়েছে। সোমবারই রাজীব কুমারকে সরিয়ে সেই জায়গায় রাজ্যেরই পাঠানো নামের তালিকার প্রথমে থাকা বিবেক সহায়কে DGP করা হয়। কিন্তু মঙ্গলবার দুপুরে ফের বিবেককে সরিয়ে রাজ্য পুলিশের ডিজি করা হয় সঞ্জয় মুখোপাধ্যায়কে। এই পরিস্থিতিতে এদিন নবান্নে যান মুখ্যমন্ত্রী।
গত বৃহস্পতিবার বাড়ি পড়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কপালে ৩টি ও নাকে ১টি সেলাই পড়ে। এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীকে হাসপাতালেই থাকতে পরামর্শ দিয়েছিল। কিন্তু তিনি বাড়ি ফিরে যান। তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তবে সোমবার গার্ডেনরিচের ঘটনার পর মাথায় ব্যান্ডেজ নিয়েই ঘটনাস্থলে গেছিলেন তিনি। পরবর্তী সময়ে আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালেও যান। মঙ্গলবার নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী। চোট-আঘাত বাধা হয়ে দাঁড়াতে পারেনি মমতার ইচ্ছাশক্তির কাছে। এর আগেও তাঁকে শারীরিক চোট নিয়ে কাজ করতে দেখেছে বাংলা।