দাড়িভিট নিয়ে এবার ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার!

0
1

দাড়িভিট কাণ্ডে (Darivit Case) রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary), স্বরাষ্ট্রসচিব ও ডিআইজি সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে (Division Bench) গেল রাজ্য (West Bengal)। সূত্রের খবর মামলা করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

উত্তর দিনাজপুরের দাড়িভিটে এক স্কুলে শিক্ষক- পড়ুয়াদের মধ্যে তুমুল অশান্তির অভিযোগ ওঠে স্কুল ক্যাম্পাসে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপরই পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়। প্রথম থেকেই সিআইডি এই ঘটনার তদন্ত করছিল। কিন্তু গত বছর মে মাস নাগাদ আদালত এনআইএ-র হাতে এই দায়িত্ব তুলে দেয়। কিন্তু কেন্দ্রীয় সংস্থা সম্পূর্ণ নথি পাইনি বলে অভিযোগ করায় আদালত রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডির বিরুদ্ধে অবমাননার রুল জারি করেছেন বিচারপতি মান্থা। ৫ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির আগেই এবার একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার।