শ্রেয়সের পর আইপিএল খেলার ছাড়পত্র পেলেন রাহুল, তবে শুরুতে নয় উইকেটকিপিং : সূত্র

0
3

শ্রেয়স আইয়রের পর আইপিএল খেলার জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ছাড়পত্র পেয়ে গেলেন কে এল রাহুল। তবে লখনৌ সুপারজায়ান্ট অধিনায়ককে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শুরুর দিকের কয়েকটা ম্যাচ তিনি যেন উইকেটকিপিং না করেন।

আগামী রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করবে লখনৌ। রাহুলকে নিয়ে সোমবার এক বোর্ড কর্তা জানিয়েছেন, ‘‘আইপিএল খেলার জন্য রাহুলকে ফিট বলে জানিয়েছে এনসিএ। আগামী দু’দিনের মধ্যেই ও লখনৌ শিবিরে যোগ দেবে। তবে ওকে বলে দেওয়া হয়েছে, শুরুর দিকের কয়েকটা ম্যাচে যেন কিপিং না করে। বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেই খেলে। এনসিএ-র নেটে গত কয়েকদিন ধরেই রাহুল অনেকটা সময় ব্যাট করেছে। ও এখন পুরো ফিট। তবে কিপিং করার মতো জায়গায় পৌঁছতে ওর আরও সময় লাগবে।’’

রাহুল কিপিং না করলেও, খুব একটা সমস্যা হবে না লখনৌ ফ্র্যাঞ্চাইজির। কারণ দলে কুইন্টন ডি’কক রয়েছেন। যিনি বিশেষজ্ঞ উইকেটকিপার। প্রসঙ্গত, শেষ দু’বার আইপিএলের প্লে-অফে উঠলেও, ট্রফি জিততে পারেনি লখনউ। দু’বারই এলিমিনেটর থেকে ছিটকে গিয়েছে।

আরও পড়ুন- দীর্ঘদিন পর মাঠে ফিরছেন পন্থ, ঋষভের কামব্যাক নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর