আগামী মরশুমে কি লাল-হলুদে ডেভিড? জল্পনা তুঙ্গে

0
1

আগামী মরশুমের জন্য ইতিমধ্যে দল গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি। চলতি মরশুমে আইএসএল-এ ফের ব্যর্থ লাল-হলুদ। তবে এরই মধ্যে পরের মরশুমের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, আগামী মরশুমের জন্য মহামেডানের ডেভিড লাললানসাঙ্গাকে প্রস্তাব দেওয়া হয়েছে লাল-হলুদের পক্ষ থেকে। মহামেডানের হয়ে এই মরশুমে দারুণ ফুটবল খেলেছেন এই ভারতীয় স্ট্রাইকার। কলকাতা লিগ থেকে শুরু করে আই লিগেও দারুণ ছন্দে মহমেডান স্ট্রাইকার।

মহমেডান এই মরশুমে আই লিগ জেতার দোরগোড়ায়। শেষ তিন ম্যাচে খুব বেশি কিছু পরিবর্তন না হলে চ্যাম্পিয়ন হয়ে পরের মরশুমে আইএসএল খেলতে নামবে। ফলে ভাল দল গড়তে হবে তাদের। সাদা-কালো শিবির কি তাদের সেরা স্ট্রাইকারকে ছাড়বে সেটা নিয়েই বড় প্রশ্ন। তবে এর আগে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত জানিয়ে দিয়েছেন, তাঁরা আগেই পরের মরশুমের জন্য এক ভারতীয় ফুটবলারের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন। যদিও সেক্ষেত্রে কোনও ফুটবলারের নাম করেননি কুয়াদ্রাত। সুত্রের খবর, সেই সময়ই ডেভিডকে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল। এমনটাই তবে অবশ্যই এই খবরে এখনই শিলমোহর দেওয়ার কোনও জায়গা নেই। শুধুই জল্পনার পর্যায়ে রয়েছে গোটা বিষয়টা।

এ মরশুমেও ইস্টবেঙ্গলের প্লে অফে যাওয়া বেশ কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পরের মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল-হলুদ। এই মরশুমে ইস্টবেঙ্গলে কোনও ভাল মানের ভারতীয় স্ট্রাইকার নেই। ফলে ভাল মানের ভারতীয় স্ট্রাইকার দরকার ইস্টবেঙ্গলের।

এবারের আইএসএল ডার্বিতে দুটি ম্যাচই আয়োজিত হয়েছে। তবে প্রথম ডার্বিতে ২-২ গোলে ড্র হলেও, ফিরতি ডার্বিতে মোহনবাগানের কাছে ৩-১ গোলে হেরে যায় ইস্টবেঙ্গল। লিগ টেবিলে ১৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে কুয়াদ্রাতের দল।

আরও পড়ুন- শ্রেয়সের পর আইপিএল খেলার ছাড়পত্র পেলেন রাহুল, তবে শুরুতে নয় উইকেটকিপিং : সূত্র