ফের নির্বাচন দরজায় কড়া নাড়ছে। ২০২১ সালে শত চেষ্টা সত্ত্বেও বাংলার মুখে হাসি ফুটেছিল।এবারের নির্বাচনেও বাংলা জয়ী হবে।পরিবর্তনের আন্দোলনে যারা সঙ্গী হয়েছিলেন, ফের সময়ের ডাকে সাড়া দিয়ে দেশ বাঁচাও গণ মঞ্চ বুধবার একটি কনভেনশন ও সাংবাদিক বৈঠকের আয়োজন করেছে।বুধবার, ২০ মার্চ, বিকেল ৪টেয়, কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে এই কনভেনশন অনুষ্ঠিত হবে।আলোচনার বিষয়, ‘২১ সালেও বাংলা জিতেছিল, ‘২৪ সালেও বাংলাই জিতবে।দেশও জিতবে …
সংগঠনের বক্তব্য,বর্তমান কেন্দ্রীয় সরকার গরীব সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ। সাংবাদিক সহ সাধারণ মানুষ ও বিরোধী দলের সকলকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভয় দেখিয়ে ২০২৪ এর নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে চেষ্টা করছে। এর বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন।তাদের আরও বক্তব্য, পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে, কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায় কোনওদিন শেষ কথা বলে না, শেষ কথা বলে সত্য, ন্যায় ও মানুষ।