খেলতে বেরনোই কাল! ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু নদিয়ার ৮ বছরের বালকের

0
1

সাইকেল (Cycle) নিয়ে খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না! মাটি বোঝাই বেপরোয়া ট্র্যাক্টরের (Tractor) গতিই প্রাণ কেঁড়ে নিল বালকের। নদিয়ার (Nadia) পলাশিপাড়া থানার অন্তর্গত উত্তর সাহেবনগর ঘোষপাড়া এলাকার ঘটনা। সূত্রের খবর, মৃত বালকের নাম অপু বিশ্বাস (Apu Biswas), বয়স মাত্র ৮ বছর। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে এলাকা।

 

এদিকে মৃতের বাবা পঙ্কজ বিশ্বাস বলেন, “রবিবার বিকেলে ছেলে সাইকেল নিয়ে খেলার মাঠে খেলতে যাবে বলে বেরিয়েছিল। আচমকা লোক মারফত খবর পাই, ছেলে ট্র্যাক্টর চাপা পড়ে মারা গিয়েছে। আমার ছোট্ট ছেলেকে অকালে প্রাণ দিতে হল। এই ঘটনায় যারা যুক্ত, তাদের প্রত্যেকের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি”। স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেলে সাইকেল নিয়ে বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল অপু। সেই সময় আচমকাই মাটি বোঝাই একটি ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে পিছন থেকে ধাক্কা মেরে একেবারে পিষে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় অপুর। যদিও ঘাতক ট্র্যাক্টরটিকে আটকানো সম্ভব হলেও পলাতক চালক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

স্থানীয়দের অভিযোগ, জলঙ্গি নদী থেকে বেআইনি ভাবে মাটি তুলছিল ট্র্যাক্টরটি। আর তারপরই বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরটি শিশুটিকে পিষে দেয় বলে অভিযোগ। এদিকে পুলিশ দেহ উদ্ধার করতে এলে অবিলম্বে দোষীর শাস্তির দাবিতে চলে বিক্ষোভ। পাশাপাশি বালকের মৃতদেহ রাস্তায় রেখে সাহেবনগর গ্রাম সড়কও অবরোধ করেন এলাকাবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে একেবারে অশান্ত হয়ে ওঠে এলাকা।