মধ্যরাতে কলকাতায় ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল! মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা, জোরকদমে চলছে উদ্ধারকাজ

0
4

মধ্যরাতে শহরে ভয়াবহ দুর্ঘটনা! কলকাতা পুরসভার (KMC) ১৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গার্ডেনরিচের (Garden Reach) মোল্লাবাগান এলাকায় ৫১৩/৩ ব্যানার্জি পাড়া লেনে রবিবার মধ্যরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতল। বহুতলের আশপাশে ছিল প্রচুর ঝুপড়ি। বহুতল সেগুলির উপরই ভেঙে পড়ে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত ২জনই মহিলা (Women) বলে জানা গিয়েছে। মৃতদের নাম সামা বেগম (৪৭) এবং হাসিনা খাতুন (৫৫)। আহত কমপক্ষে ১৫। তবে দুর্ঘটনায় মৃত এবং আহতর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। শেষ পাওয়া খবরে ধবংসস্তুপের তলায় ৫ থেকে ৬ জন এখনও আটকে আছেন।

এদিকে খবর পেয়েই তড়িঘড়ি রাতে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দলও। ভগ্নস্তূপের মধ্যে থেকেই চলে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে পাঁচ জনকে গুরুতর অবস্থায় এসএসকেএমের ট্রমা কেয়ারে ভর্তি করানো হয়েছে।

সূত্রের খবর রবিবার রাত ১২ টার কিছু সময় আগে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে ঘটে বিপত্তি। পুলিশ সূত্রের খবর,  স্থানীয় সূত্রে খবর, বাড়িটি নির্মীয়মাণ হওয়ায় সেখানে কেউ ছিলেন না। কিন্তু পাশের যে ঝুপড়িতে বহুতলটি ভেঙে পড়ে সেখানেই বহু মানুষ আহত হয়েছেন। রাত থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ। এদিকে রাতেই ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ উচ্চপদস্থ কর্তারা। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে বহুতলটি যখন ভেঙে পড়ে তখন এলাকাবাসীরা বিকট শব্দ শুনতে পান, ভূমিকম্পের মতো অনুভূত হয়। নিমেষের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের একাংশ।