লোকসভা নির্বাচনে ঘণ্টা বেজে গিয়েছে।অন্যান্য আসনের সঙ্গে সবার নজর তমলুক কেন্দ্রের দিকে।সেখানে তৃণমূলের প্রার্থী যুব নেতা তরুণ তুর্কী দেবাংশু ভট্টাচার্য্য। অন্যদিকে, ওই কেন্দ্রেই বিজেপি প্রার্থী হতে চলেছেন সদ্য বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সুবক্তা দেবাংশু পুরোপুরি রাজনীতির সঙ্গে যুক্ত।সেদিক থেকে রাজনীতির ময়দানে একেবারে নতুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।ফলে লড়াই কি আদৌ জমবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
এরই মধ্যে এবার সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট ঘিরে জল্পনা ছড়াল। তৃণমূলের দেবাংশু জয়লাভ করলে বিনামূল্যে খাওয়ানো হবে ফিশ ফ্রাই।এই পোস্টকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। ফেসবুকে নিজের প্রোফাইলে এমনই একটি লেখা পোস্ট করেছেন বেলঘরিয়ার এক ব্যবসায়ী সবুজ কমল চক্রবর্তী। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেলঘরিয়ায় একটি ফাস্টফুডের দোকান চালান তিনি। পাশাপাশি, উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেন সবুজ কমল।
সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করেই রাজ্যের মানুষের কাছে পরিচিতি লাভ করেন মা তারা ফাস্ট ফুড সেন্টারের মালিক সবুজ কমল চক্রবর্তী।অন্যদিকে, দেবাংশুর উত্থানের সাক্ষী থেকেছেন সবুজ কমল। তাই, আসন্ন লোকসভা নির্বাচনে সাংসদ পদে বিপুল ভোটে জয়ী হোক দেবাংশু, এমনই শুভেচ্ছা বার্তা জানানোর পাশাপাশি, জয়লাভ করলে বিনামূল্যে তার দোকান থেকে ফিশ ফ্রাই খাওয়াবেন বলেও ঘোষণা করেছেন। ইতিমধ্যেই, ভাইরাল হয়ে গিয়েছে পোস্টটি।আর এই পোস্ট দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। তিনিও সবুজ কমলের দোকান থেকে বিনামূল্যে ৫০০ ফিশ ফ্রাই বিতরণের জন্য সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।




































































































































