রবিবার গভীর রাতে গার্ডেনরিচে (Garden Reach) নির্মীয়মাণ বহুতল বিপর্যয় এখনও পর্যন্ত ৯জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। খবর পেয়ে সোমবার সকালে অসুস্থ অবস্থাতেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পাঁচটা নাগাদ গার্ডেনরিচের ফতেপুর ব্যানার্জি বাগান লেনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। কথা বলেন বাসিন্দাদের সঙ্গে। বেশ কিছুক্ষণ ছিলেন তিনি।
সোমবার বিকেলে গার্ডেনরিচে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। বহুতলের নিচে এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা।