ফের হাজিরা এড়ালেন কেজরিওয়াল! ইডির তলবকে ‘বেআইনি’ কটাক্ষ আপের

0
1

ফের ইডির (Enforcement Directorate) হাজিরা এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। রবিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আপ সুপ্রিমোকে (AAP Supremo) জোড়া সমন পাঠিয়ে সোমবারই হাজিরার নির্দেশ দেয়। কিন্তু এদিন সকালে যাওয়ার কথা থাকলেও আম আদমি পার্টির তরফে সাফ জানিয়ে দেওয়া হয় আজ হাজিরা দেবেন না কেজরিওয়াল। সেই সঙ্গে ভোটের মুখে লাগাতার কেন্দ্রের মোদি সরকারের নির্দেশে ইডির এই ‘অতিতৎপরতা’কে কটাক্ষ করে ইডির তলবকে ‘বেআইনি’ বলেও অভিহিত করেছে আপ।

রবিবারই দিল্লির মুখ্যমন্ত্রীকে জোড়া সমন পাঠিয়েছিল ইডি। প্রথম সমনে দিল্লির আবগারি মামলায় আগামী ২১ মার্চ হাজিরা দিতে হবে কেজরিওয়ালকে। আর দ্বিতীয় সমন অনুযায়ী দিল্লি জল বোর্ডে আর্থিক তছরুপ মামলায় দিল্লি সোমবার হাজিরার কথা ছিল আপ সুপ্রিমোর। কিন্তু সোমবার সকালেই দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় আজ হাজিরা দিতে পারছেন না কেজরিওয়াল। যদিও বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা এবং কেজরিওয়ালকে সমন পাঠানোর পিছনে বিজেপির চক্রান্তকেই কাঠগড়ায় তুলে আপের অভিযোগ, লোকসভা ভোটের আগে ইডি এবং সিবিআইকে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি। গত ফেব্রুয়ারি মাসেই জল বোর্ডে আর্থিক তছরুপ মামলার তদন্তে ইডি দিল্লি জুড়ে একাধিক আপ নেতা এবং আমলার বাড়িতে হানা দেয়। আর তারপরই লোকসভা ভোটের দিনক্ষণ প্রকাশ হতেই ফের উঠেপড়ে লাগল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

যদিও শনিবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গিয়ে আবগারি মামলায় রক্ষাকবচ পেয়েছিলেন কেজরিওয়াল। এরপরই কোর্ট নির্দেশ দেয়, এখনই আপ সুপ্রিমোকে গ্রেফতার করতে পারবে না ইডি। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার ফের নতুন মামলায় তলব করা হল দিল্লির মুখ্যমন্ত্রীকে। তবে সোমবার হাজিরা এড়িয়ে কেজরি নিজের বিপদ ডেকে আনলেন কী না তা সময় বলবে।