গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় উদ্বিগ্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার গঙ্গারামপুরে তাঁর সভা রয়েছে। তার আগে গার্ডেনরিচের ঘটনা নিয়ে তিনি দল, রং নির্বিশেষে সকলকে অসহায় মানুষগুলির পাশে থাকার আর্জি জানান। প্রশাসনের সঙ্গে সহযোগিতার কথা বলেন।

প্রসঙ্গত, গার্ডেনরিচের ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। কেন এখানে বাড়ি তৈরি করতে দেওয়া হচ্ছিল, কারা প্ল্যান পাশ করেছে, কার নির্দেশে বাড়ি তৈরি হচ্ছিল এই সব প্রশ্ন তুলেছে বিজেপি। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনার ও দুর্ভাগ্যজনক। তবে এমন মর্মান্তিক ঘটনা নিয়ে এখনই রাজনীতি কাম্য নয়। আগে যেভাবে উদ্ধারকার্য চলছে তা সম্পন্ন হোক। সকলে মিলে অসহায় পরিবারগুলির পাশে থাকতে হবে। তারপর এটা নিয়ে যারা বিভিন্ন প্রশ্ন তুলছেন, রাজনীতি করতে চাইছেন, তাঁরা করুন।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারীরিক অসুস্থ নিয়েও সকলেই ঘটনাস্থলে যান। গোটা এলাকা পরিদর্শন করেন তিনি। রাত থেকেই উদ্ধারকারী দলের সঙ্গে ছিলেন মেয়র তথা স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিম। ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থলে গিয়েছিলেন বিদায়ী সাংসদ মালা রায়। আহতদের দেখতে হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী। আহত ও নিহতদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই মহম্মদ ওয়াসিম নামে এক প্রোমোটারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গার্ডেনরিচ থানার পুলিশ ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন, ৩০৭ ধারায় খুনের চেষ্টা, অবৈধ নির্মাণের জন্য কেএমসি অ্যাক্টে মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। ওই প্রোমোটারকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এই বেআইনি নির্মাণের সঙ্গে আরও কে কে জড়িত আছে তাও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন- মতুয়া গড়ে দাঁড়িয়ে সিএএ নিয়ে শান্তনু ঠাকুর সহ বিজেপি নেতাদের চ্যালেঞ্জ বাংলা পক্ষর






































































































































