দাদারা এখনও না পারলেও তবে করে দেখালেন বোনেরা। উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিন ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারালো ৮ উইকেটে। ১৭ বছর ধরে চেষ্টা করেও এখনও আইপিএল-এর জয়ের স্বাদ পাননি বিরাট কোহলিরা। তবে এদিন দিল্লিকে হারিয়ে মাত্র দু’বছরে উইমেন্স প্রিমিয়ার লিগ মেয়েদের আইপিএল-এর ট্রফি ঘরে তুলল স্মৃতি মান্ধনারা।

রবিবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস। দিল্লির হয়ে সর্বচ্চো রান করেন শেফালি ভার্মা। ৪৪ রান করেন তিনি। অধিনায়ক লাননিং করেন ২৩ রান। শূন্যরানে আউট হন জেমাইমা রডরিগেজ। ১২ রান করেন রাধা যাদব। আরসিবির হয়ে বল হাতে দাপট দেখান শ্রেয়াঙ্কা পাতিল। ৪ উইকেট নেন তিনি। তিন উইকেট নেন শোফি। ২ উইকেট নেন আশা সোভানা।
জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় আরসিবি। ব্যাঙ্গালোরের হয়ে ৩১ রান করেন স্মৃতি মান্ধনা। ৩২ রান করেন শোফি। এলিস পেরি ৩৫ রানে অপরাজিত। ১৭ রানে অপরাজিত বাংলার রিচা ঘোষ। দিল্লির হয়ে একটি করে উইকেট নেন শিখা পান্ডে এবং মিন্নু মানি।
আরও পড়ুন- আইপিএল-এ কেন সাফল্য পাচ্ছে না দিল্লি? কারণ ফাঁস করলেন দলের প্রাক্তন ব্যাটিং কোচ







































































































































