আইপিএল-এ কেন সাফল্য পাচ্ছে না দিল্লি? কারণ ফাঁস করলেন দলের প্রাক্তন ব্যাটিং কোচ

0
3

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু ২০২৪ আইপিএল। সেই প্রস্তুতিতেই ব্যস্ত প্রতিটি দল। পিছিয়ে নেই দিলি ক্যাপিটালস। গত মরশুমের ব্যর্থতা কাটিয়ে এই মরশুমে ঘুড়ে দাঁড়াতে মরিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। এখনও পর্যন্ত আইপিএল জিততে পারেনি দিল্লি ক্যাপিটালস। একবার ফাইনালে উঠে হারতে হয়েছে দিল্লিকে। আর এর জন্য দলের ফ্র্যাঞ্চাইজিকে দায়ী করলেন দলের প্রাক্তন কোচ মহম্মদ কাইফ। কাইফের মতে দিল্লি ফ্র্যাঞ্চাইজি তারা ক্রিকেটারদের উপর ভরসা দেখায় না। সেই কারণেই দল সাফল্য পায় না।

এই নিয়ে এক সাক্ষাৎকারে কাইফ বলেন, “ যেবার আমি দিল্লিতে ছিলাম, সেবার আমরা ফাইনালে উঠেছিলাম। বাকি দুই মরশুমে প্রথম তিনে শেষ করেছিলাম। কিন্তু আমার মনে হয় ক্রিকেটারেরা ওখানে খুব একটা ভরসা পায় না। কোন ক্রিকেটার দলকে সাফল্য দিতে পারবে তাদের বেছে পরের মরশুমের জন্য তৈরি করা হয় না। প্রতিবছর অনেক ক্রিকেটার বদল হয়। সেই কারণে এখনও ওরা ট্রফি জিততে পারেনি।”

২২ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৪ আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি তাদের প্রথম ম্যাচ খেলবে ২৩ মার্চ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস।

আরও পড়ুন- অশ্বিনের প্রশংসায় দ্রাবিড়-শাস্ত্রী, করলেন আবদার