ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল বানতলায়। রবিবার বিকেলে হঠাৎই আগুন লেগে যায় বানতলার একটি প্লাস্টিকের গুদামে। আগুনে ভস্মীভূত হয়ে যায় ওই গোডাউনটি। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকলের ১২টি ইঞ্জিন।

গুদামে প্লাস্টিক-সহ বিভিন্ন দাহ্য বস্তু থাকার কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকল পৌঁছনোর আগে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। ঠিক কত ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। কীভাবে আগুন লাগল, খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।
যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।






































































































































