লোকসভা নির্বাচনের জন্য দেশের থেকে সরছে না আইপিএল ২০২৪। শনিবার রাতে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ। গতকাল সকালে জল্পনা দেখা দেয়, লোকসভা ভোটের জন্য দেশ থেকে বিদেশে সরতে চলেছে ২০২৪ আইপিএল। কিন্তু শনিবার রাতে সব জল্পনার অবসান ঘটান বিসিসিআই সচিব।

১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ভারতে লোকসভা ভোট। ফল ঘোষণা হবে ৪ জুন। আপাতত ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত আইপিএলের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।পরবর্তি সূচি নিয়ে বোর্ড সচিব বলেন, “ “না, আইপিএল বিদেশে হবে না। ভারতেই হবে।” তিনি আরও জানিয়েছেন, ভোটের দিন ঘোষণা হওয়ায় এবার বৈঠকে বসে আইপিএলে বাকি সূচি ঠিক করা হবে। লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই সূচি করা হবে। কিন্তু প্রতিযোগিতা ভারতেই হবে।“
গতকাল ধরেই জল্পনা ছিল এবারেও আইপিএলের দ্বিতীয় পর্ব দেশ থেকে সরানো হতে পারে। সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু রিপোর্টে এমনও বলা হয়েছে যে , আইপিএলের কয়েকটি দল তাদের খেলোয়াড়দের কাছ থেকে পাসপোর্ট চেয়েছে। এবং বোর্ড কর্তারা দুবাই গিয়েছেন । আর তার ফলেই জল্পনা আরও বেড়ে যায়।
আরও পড়ুন- কলকাতা হকি লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল







































































































































