ব্রিগেডের পর এবার দক্ষিণ দিনাজপুর, জনগর্জন সভায় প্রচারে ঝড় তুলবেন অভিষেক

0
2

ব্রিগেড থেকে তোলা বাংলার গর্জনে কেঁপে গিয়েছিল দিল্লি। এবার জেলা থেকে উঠছে সেই গর্জন। জনগর্জন সভা থেকে বিজেপিকে বর্জন করার ডাক দিচ্ছে জনতা। লোকসভার ভোট ঘোষণার পর বিজেপি-উচ্ছেদের ডাক আরও বেড়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে দিকে দিকে বাংলা-বিরোধীদের বিসর্জনের অঙ্গীকার নিচ্ছেন সাধারণ মানুষ। তৃণমূলের প্রতিটি সমাবেশেই উপচে পড়ছে ভিড়। জলপাইগুড়ির ময়নাগুড়ি ও পশ্চিম মেদিনীপুরের বেলদার পর এবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ভাসতে চলেছে জনস্রোতে। সোমবার গঙ্গারামপুরে জনগর্জন সভায় উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরে জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এই জনগর্জন সভা হচ্ছে গঙ্গারামপুর স্টেডিয়ামে। এই সভা থেকেই নির্বাচনী প্রচারে ঝড় তুলবে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা-বিরোধীদের বিসর্জন দিয়ে তৃণমূলের অধিকার অর্জনের বার্তা দেবেন।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে টানা প্রচার শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা সফর শুরু করেছেন। ইতিমধ্যে জেলায় দুটি জনগর্জন সভা করে ফেলেছেন তিনি। ২০ মার্চ বসিরহাটে সভা করবেন অভিষেক। পূর্ব বর্ধমানে তাঁর সভা হবে ২২ মার্চ। অভিষেক প্রতিটি সভা থেকেই প্রধানমন্ত্রীর মিথ্যে গ্যারান্টির ভিডিও দেখিয়ে বিজেপিকে বিঁধছেন। সেইসঙ্গে জনতার কাছে তিনি প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন, তাঁরা কী চান, মোদির জিরো ওয়ারেন্টির মিথ্যে গ্যারান্টি, নাকি দিদির কাজের ওয়ারেন্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা, সড়ক যোজনা-সহ নানা প্রকল্পে বাংলাকে বঞ্চিত করছে, তা নিয়ে বিজেপিকে দ্ব্যর্থহীন ভাষায় চ্যালেঞ্জ ছোঁড়েন অভিষেক।

আরও পড়ুন- ‘খালিস্তানি’ মন্তব্যে শুভেন্দুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ! রাজ্যপাল-নির্বাচন কমিশনকে চিঠি শিখ সম্প্রদায়ের