বিয়ে করছেন মিমি! টলিপাড়ার শুরু ফিসফাস

0
1

রাজনীতির মঞ্চ থেকে বিদায় নিয়েছেন আগেই। এখন ব্যস্ততা ক্যারিয়ার নিয়ে। একের পর এক সিনেমা আর ফটোশ্যুটে খোশমেজাজে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তবে এর মাঝেই টলিপাড়ায় (Tollywood ) নয়া জল্পনা। বিয়ে করছেন মিমি? পাত্র কে? কবেই বা বাজবে সময়? মিমির কাজকর্মে এরকমই প্রশ্ন অনুরাগীদের মনে। তাহলে কী সাতপাকে ঘোরার সিদ্ধান্ত ফাইনাল!

২০১৯ সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election) যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে প্রতিপক্ষকে হারিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিন্তু পাঁচ বছর যেতে না যেতেই সাংসদ পথ থেকে ইস্তফা দিয়েছেন। এখানেই শেষ নয় রাজনীতি তাঁর জন্য নয় , এমন কথাও শোনা গেছে তাঁর মুখে। ব্যক্তিগত জীবন আর কাজ নিয়েই আপাতত ব্যস্ত থাকতে চান অভিনেত্রী। তাহলে বিয়ের খবরে (Wedding News) সত্যতা কতটা? বিয়ে করার আপাতত কোনও পরিকল্পনাই নেই মিমির। তিনি যে এক্কেবারে সিঙ্গল, তা নানাভাবে জানিয়ে দিয়েছেন। আপাতত ব্যস্ত প্রথম বাংলাদেশ প্রজেক্ট নিয়ে। এপার বাংলার টালিগঞ্জের বহু অভিনেত্রী বাংলাদেশের ছবিতে অভিনয় করেছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ইধিকা পালের পর এবার বাংলাদেশ সিনে ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হচ্ছে মিমির। ছবির নাম ‘তুফান’। মিমি বলছেন, বিয়ে নয়, পাখির চোখ এখন শুধুই ক্যারিয়ার।